পলাশবাড়ীতে কঠোর অবস্থানে বাংলাদেশ সেনাবাহিনী ।
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার পলশবাড়ী উপজেলায় ঘরের বাহিরে থাকা মানুষ গুলোকে করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিকল্পে কঠোর অব¯’ানে বাংলাদেশ সেনাবাহিনী। ঘর থেকে বাহিরে আসা মানুষ গুলোকে ঘরে ফিরে যেতে ও ঘরে থাকতে অনুরোধ করছেন সেনাবাহিনীর সদস্যরা। এ সময় মাস্ক ছাড়া কেউ বাহিরে আসলে তাদের মাস্ক ক্রয় করানো হচ্ছে এবং করোনায় করণীয় বিষয় গুলো সম্পর্কে সচেতন করার চেষ্টা চালাচ্ছেন সেনাবাহিনী। ক্যাপ্টেন সাদিকের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা পলাশবাড়ী উপজেলার পৌরসভাসহ গ্রামগঞ্জের ছোট ছোট বাজারে অপ্রয়োজনীয় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান গুলো বন্ধ করে দিবেন এবং দিচ্ছেন। এছাড়া সড়ক ও মহাসড়কে অপ্রয়োজনীয় যানবাহন গুলোর গতিরোধ করে দিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরিয়ে দেন। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেরিনা অফরোজ এবং সেনাবাহিনীর সদস্যরাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ক্যাপ্টেন সাদিক বলেন, আমরা জনগণকে আজ বৃহম্পতিবার থেকে সচেতন করছি। তারা যদি সরকারি নির্দেশনা মেনে না চলে তাহলে আমরা আরো কঠোর অবস্থানে যাবো ।